সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪
সিলেটের বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের বৃহত্তম বাজার খ্যাত ‘পনাউল্লাহ বাজার’ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮জুন) অলংকারী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনকে সভাপতি ও অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হিরা মিয়াকে সাধারণ সম্পাদক এবং শাহ রাজন মিয়াকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট ‘পনাউল্লাহ বাজার’ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি আল্তাব আলী, সহ সাধারণ সম্পাদক ছগির আলী (মেম্বার)। কমিটির সদস্যরা হলেন, আং সালাম, খুশিদ আলী, ময়না মিয়া, ইছবর আলী, ছিদ্দেক আলী, সাইদুর রহমান, রফিক মিয়া, মবুল হোসেন, ইছাক আলী, লিলু মিয়া, ছইদ আলী, তকবির মিয়া চৌধুরী, আনোয়ার আলী।
পনাউল্লাহ বাজার পরিচালনা কমিটি গঠন করায় এলাকার সর্বহলের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্চা জানাচ্ছেন অনেকে। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd