সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
নিজস্ব ডেস্ক: ভালো স্বীকৃতি হিসেবে আইজিপি পুরস্কার পেলেন সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী।
শনিবার (৮জুন) সকালে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) তরফ থেকে পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, চলতি বছরের ২ মার্চ দুপুর দেড়টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০ তলা ভবনের পাশে জেনারেটর রুমের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং আগুন নেভান। তার প্রচেষ্টায় বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পাওয়া হাসপাতালটি।
জনি চৌধুরীর এমন প্রচেষ্টার সংবাদটি সিলেটের বিভিন্ন পত্রিকা প্রকাশ করলেও “সিলেটের চিত্র” ডটকম এর মাল্টিমিডিয়া পর্যায়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে ভিডিও প্রতিবেদনটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও প্রতিবেদনটি প্রকাশের পরপরই দেশের আরও পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd