সিলেট ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মানিকপীরের টিলার কবরস্থান থেকে ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’-এর এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিংয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আবুল হাসান শিমুল (২২)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহে তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকপীরের কবরস্থানের টিলায় ওঠার সিঁড়ির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি ও পাঠাও কুরিয়ারের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শিমুল পাঠাও কুরিয়ারে কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজে বের হন তিনি। দুপুরে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া যুবকের মরদেহ মানিকপীর কবরস্থানের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, পাঠাও কুরিয়ার সার্ভিসের প্যাকেটের সূত্র ধরে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd