জাল ভোটের অভিযোগে চা শ্রমিকদের ভোট বর্জন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

জাল ভোটের অভিযোগে চা শ্রমিকদের ভোট বর্জন

ক্রাইম সিলেট ডেস্ক : জাল ভোটের অভিযোগ এনে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের দলদলি চা বাগান কেন্দ্রের ভোট বর্জন করেছেন ওই কেন্দ্রের শ্রমিক ভোটাাররা।

দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে হট্টগোল দেখা দিলে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে বেলা ২টার দিকে ভোট বর্জন করার ঘোষণা দেন চা বাগানের ভোটাররা।

সিলেট সদরের টুকেরবাজার ইউনয়নের ৯ নং ওয়ার্ডের দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি বুথে একসঙ্গে কয়েকজন যুবক প্রবেশ করেন। এসময় চা বাগানের শ্রমিকরা জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশৃঙ্খলা ঠেকাতে কেন্দ্রের ফটক বন্ধ করে। ঘণ্টাখানেক পর ফটক খুলে দেওয়া হলেও বেলা ২টার দিকে চা শ্রমিকরা ভোট বর্জনের ঘোষণা দেন।

দলিদলি কেন্দ্রের ঘটনার পর বিকাল ৩টার দিকে লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানেও ভোট বর্জনের ঘোষণা দেন চা শ্রমিকরা। পরে সে কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক হয় বলে জানা গেছে। তবে আগের দুই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নতুন দুইজন দিয়ে ভোট গ্রহণ করা চালু করা হয়।

বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিলেট সদরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন বলেন- এই মুহুর্তে সিলেট সদরের কোনো কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত নয়। দলদলিতে একটু সমস্যা হয়েছিলো- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সহযোগিতায় সেখানে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে ভোটার সংখ্যা কম।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত দলদলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন না চা শ্রমিকরা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..