সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপির ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ মেরে অর্থ আত্মসাতের অভিয়োগ উঠেছে।
আশ্রয়ন প্রকল্পের ২৫টি পরিবারের স্বাক্ষরিত এখানের বাসিন্দা মৃত তবারক আলীর ছেলে আবদুন নূর গত ২ মে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, ছাতক উপজেলা সহকারী কমিশনার ভূমি, সমবায় কর্মকর্তা, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বরাবরে দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ঝাওয়া আশ্রয়ন প্রকল্পের সমবায় সমিতির মাধ্যমে পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য সংরক্ষণ ও আহরণ করে আসছে প্রকল্প অধিনস্থ বাসিন্দারা। আবদুল হান্নানের ছেলে শাহজাহান, মৃত আসক আলীর ছেলে সেলিম মিয়া, মনু মিয়া ও ছুরাব আলীরা সমবায় সমিতির দায়িত্ব আসার পর থেকে সমিতির আয় ব্যয় হিসাব পাওয়া যায়নি। এছাড়া প্রতি বছর পুকুরটি উপজেলা মৎস্য অফিসে প্রকাশ্যে নিলাম হলেও গত দুই বছর ধরে হিসাব মিলছেনা। সমিতির অধিনে নিলাম কার্যক্রম হলেও এর অর্থ এখানের গরিব অসহায়দের মান উন্নয়েন কোন ভূমিকা নেই। প্রতি বছর নিলামকৃত অর্থ আত্মসাতের মাধ্যমে অভিযুক্তরা লাভবান হচ্ছেন।
তাদের এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারপিটসহ প্রাণনাশের দেওয়া হয় হুমকি। প্রতি বছর পুকুরটি নিলাম হলেও এ বছর হয়নি। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা গত ১০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পুকুরের প্রায় লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে বিক্রি ও ভাগবাটোয়ারা করে নিয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল রাতের আঁধারে কালো একটি প্রাডো গাড়ি যোগে তিন বস্তা মাছ চুরি করে নিয়ে যাওয়া হয়। গত বছর একি কায়দায় ওই পুকুর থেকে কয়েক লক্ষ টাকার মাছ চুরি করে বিক্রি করা হয়েছিল। প্রতিকার চেয়ে এখানকার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করার পর ৭৬ হাজার টাকা সমিতিতে প্রদান করা হলেও আজও সেই টাকার হদিস মিলছেনা।
এব্যাপারে উপজেলার নিবাহী কর্মকতা গোলাম মুস্তফা মুন্না জানান অভিযোগ প্রাপ্তির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তদন্তপুবক আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd