কানাইঘাট থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী সহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

কানাইঘাট থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী সহ ৩ জন গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে জয়নাল মেম্বার হত্যাকান্ডের পলাতক আসামী সহ সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেছে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা জানান, গত বৃহস্পতিবার রাতে থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে সিলেট শহরে অভিযান চালিয়ে বড়চতুল ইউনিয়নের হারাতৈল মাঝবড়াই গ্রামের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী হারাতৈল (মাঝবড়াই) গ্রামের মৃত তজম্মুল আলী @ তজাই মিয়ার পুত্র খলিলুর রহমান খলিলকে গ্রেফতার করা হয়।
একই দিন কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনাতুলারকান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র সিহাব উদ্দিন ও পাত্রমাটি গ্রামের নুরুল ইসলামের পুত্র রাসেল আহমদকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে নেতৃত্ব থানার এস.আই দেবাশীষ শর্ম্মা, এস.আই রাম চন্দ্র দেব, এএসআই আব্দুর রউফ।
গতকাল শুক্রবার গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..