সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে।
এতে প্রধান অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক অর্থ ডাঃ মাহবুবুল আলম, ডাঃ আসাদুজ্জামান জুয়েল, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, জীবন রায় দীপ, হাসপাতালের ৪র্থ শ্রেণীর সভাপতি আব্দুল জব্বার, অফিস সহকারী মানিক মিয়া, হানিফ, রুস্তমসহ হাসপাতালের অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া নাগরিকদেরকে সরকারের স্বাস্থ্য সেবা জনগনের দোড়গড়ায় পৌছে দিতে এ বিভাগের সকল কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd