সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়ো খেলা। জুয়াড়িরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। পুলিশও জুয়াড়িদের ধরতে নিয়মিত চালিয়ে যাচ্ছে অভিযান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ এপ্রিল) দক্ষিণ সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনীতে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে দক্ষিণ সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনীতে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার খানুয়া এলাকার ফজলুল করিমের পুত্র আহমদ আলী (৩০), মোগলাবাজার থানার গোটাঠিকর ষাইটঘর এলাকার সিকান্দর আলীর পুত্র জুনেদ আহমদ (৪০), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আরার পাড় এলাকার আনোয়ার আলীর পুত্র বাবুল মিয়া (৩২), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বাহারা এলাকার অনিল রায়ের পুত্র রিংকু রায়(২৭), সিলেটের গোলাপগঞ্জ থানার মোল্লাগ্রাম এলাকার আলী আহমদের পুত্র মোঃ সেলিম উদ্দিন (২৯), দক্ষিণ সুরমা থানার ভার্থখলা পুলের মুখ এলাকার নজরুল ইসলামের পুত্র জামিল আহমদ (২৩), একই থানার কামাল বাজার ইউনিয়নের তবলপুর এলাকার মৃত আজাদ আহমেদের পুত্র উজ্জল আহমেদ (২৫), হবিগঞ্জ জেলার বাহুবল থানার খাগাউরা এলাকার কামাল মিয়ার পুত্র দকির আলী (২৮) ও সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলাগাও এলাকার মৃত মোঃ সানু মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৩০)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd