সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রকৃতির অমোঘ খেয়ালে মাঝেমধ্যে অনেক কিছু ঘটে। কিছু কিছু সহনশীল পর্যায়ে থাকলেও অনেক ক্ষেত্রে মারাত্মক আকারে জনজীবনের ওপর আঘাত হানে। ২০২২ সালের জুনের মাঝামাঝি দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছিলো।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বন্যার বিপদাপন্নতা কমিয়ে আনার লক্ষ্যে এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল ১১ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এফআইভিডিবি সুফল-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রজেক্ট ম্যানেজার ডাঃ ফারহানা আক্তার’র সঞ্চালনায় এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া, সত্যেন্দ্র বৈদ্য, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।
এসময় উপস্থিত ছিলেন রাইমস বাংলাদেশের প্রতিনিধি সৈয়দা সাবরিনা, সুলতানা, মনিকা তাবাসসুম, প্রকল্প ফোকাল দেলোয়ার হোসেন এবং আরও উপস্থিত ছিলেন রস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:সাহাব উদ্দিন শিহাব, বন্যা উপ-বিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান ও সুফল প্রকল্পের সকল কর্নকর্তা বৃন্দ প্রমূখ।
উল্লেখ্য সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সিলেট জেলার বন্যার অন্তর্ভুক্ত স্টেশনে সমূহের মৌসুমি ও প্রাক মৌসুমি বিপদসীমায় যেকোনও প্রাকৃতিক বিপর্যয় আতঙ্কিত না হয়ে মোকাবিলা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd