সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে কিশোরীকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সালাম (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
আব্দুস সালাম নগরীর লালাদিঘির পার এলাকার আব্দুর রহিমের ছেলে এবং ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।।
তাকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে বলে আজ দুপুরে র্যাব ৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক।
তিনি বলেন, ভুক্তভোগী কিশোরীর মা মামলা দায়ের করার পর আসামীদের ধরতে অভিযানে নামে র্যাব ৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২ টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
অন্যান্য পলাতক আসামিদেরকেও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে এবং গ্রেপ্তার সালামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd