সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উটেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রামে এই ঘটানা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী জামাল উদ্দিন পলাতক রয়েছেন। অভিযুক্ত জামাল উদ্দিন লক্ষীনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
নিহত আছিয়া বেগম (২৩) একই উপজেলার ১০নং পশ্চিম আলীর গাও ইউনিয়নের রাউতগ্রামের (হাওর) আব্দুর নুর মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতের বাবা আব্দর নুর জানান, আজ থেকে ১১ মাস আগে বাড়ির কিছু জমি বন্দক দিয়ে কিছু টাকা জোগাড় করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তার মেয়েকে প্রায়ই নির্যাতন করত জামাতা জামাল উদ্দিন। সে আগে আরেকটি বিয়ে করেছিল এবং আগের স্ত্রীকে মারধর করে তালাক দিয়েছে। সেটা আমরা জানতাম না। সে তার আগের বিয়ের বিষয়টি গোপন করে আমার মেয়েকে বিয়ে করেছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় জামাতা জামাল উদ্দিন গতকাল সকালে তার মেয়েকে মারধর করে গলা টিপে হত্যা করে। তার পরে আশপাশের লোকজন এসে দেখতে পেয়ে আছিয়া বেগমের বাবাকে খবর দেন। পরে তার বাবা গোয়াইনঘাট থানা পুলিশকে জানান এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। সে পলাতক রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd