সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দাপুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চাদঁনীঘাট এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
কিন্তু বোডের মালিক আল-আমিন ও নজরুল এখনো অধরা। একাধিকবার তাদের জোয়ার আসরে অভিযান চালিয়ে জুয়াড়ীদের আটক করা হয়। তবে তারা পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাদের আটকের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আটকরা হলেন- জালাল উদ্দিন (৩৫), আবদুর রহিম (৫০), অরুন পাল (৪২), আলিভ হোসেন (৩০), আব্দুর রহিম (৩৫) ও কামাল হোসেন (২৮)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ ৬ জন জান্ডু-মুন্ডু নামক জুয়া খেলছিলো। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd