সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন। এদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে বলে জানা গেছে।
থানা ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার (৮ মার্চ) ৩০-৪০ জন পর্যটক নিয়ে ময়মনসিংহ থেকে সোনার বাংলা নামের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০২৪৩) জাফলং যাচ্ছিল। দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাস ফিল্ডস এলাকার উমনপুর নামক স্থানে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৫৯৪৮) বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম, ফায়ার সার্ভিসের টিম ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, এক পর্যটক শিশু মারা গেছে। আরেক জনের অবস্থা গুরুতর। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে একই সড়কের উপজেলার মোকামপুঞ্জি এলাকায় মোটরসাইকেল পার্কিং করে আলাপরত অবস্থায় একটি পিকআপ ট্রাকের চাপায় প্রাণ হারান তিন বন্ধু। এরমধ্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলেও রয়েছেন।
এছাড়া গত ২০ জানুয়ারি একই সড়কের বাংলাবাজার এলাকায় প্রাইভেট কার খাদে পড়ে মারা যান ছাত্রলীগের চার নেতা। এভাবে বেশ ঘন ঘন ঘটছে সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd