সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক যুবককে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd