সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে সিলেট মহানগরের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মহানগরের জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই থানার প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস(২৫), সুনামগঞ্জের সদর থানার ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়া থানার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমা থানার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৌলভীবাজারের কুলাউড়া থানার মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সাইদুর রহমানের মেয়ে রুনা খাতুন (২৯), সিলেটের শাহপরাণ থানার মাহমুদ আলীর মেয়ে সালমা খাতুন (৩২), কুষ্টিয়ার জেলার সদর থানর শেখ সালাউদ্দিনের মেয়ে রিয়া খাতুন (৩০)।
পুলিশ জানায়, জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd