সিলেটে বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা ১ একজন আটক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪

সিলেটে বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা ১ একজন আটক

বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগে কুরুচিপূর্ণ মন্তব্য
স্টাফ রিপোর্ট: বর্তমান সরকার ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্য, অশালিন কথা-বার্তা লেখালেখি ও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকারবিরুধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভ্রান্তি, অস্থিরতার অভিযোগে অজ্ঞাতনামা আসামী ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মাহমুদুল হাসান মিয়া এস আই বাদি হয়ে কতোয়ালী জি, আর মামলা নং-১৪২/২৪, দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন মাহফুজুল হায়দার জেহিন (গ্রেফতারকৃত), আবুল হোসেন, সারওয়ার হোসেন, মোঃ নাঈম আহমদ, কামরান মিয়াসহ আরো অজ্ঞাতনামা অনেক আসামী।
রোববার বিকাল অনুমান ৪ঘটিকা ও এর পূর্ববর্তী ও পরবর্তী কোন এক সময় বর্তমান সরকার ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুক পেইজে ও ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এবং ২ থেকে ৫নং আসামী সামাজিক যোগাযোগ ফেইসবুক পেইজের মাধ্যমে বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসহ অশালিন কথা-বার্তা লেখালেখি করেন এবং বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকার বিরুধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিশৃঙ্খলা, বিভ্রান্তির অস্থিরতা করে আসছেন। আসামীদের ওই সব কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালিন লেখালেখির মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অশালিন লিখনীর ফলে সিলেট শহরে বড় ধরণের দাঙ্গা হাঙ্গামাসহ অপ্রীতিক ঘটনা সৃষ্টির আশংঙ্কা করায় কোতোয়ালী থানার এস, এ, মাহমুদুল হাসান মিয়া বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞতনামা ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা নং- ১৭/২৪, ধারা ২১/২৫ (১)(খ)/ ৩১/৩৫ দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন- আবুল কালেমের ছেলে মাহফুজুল হায়দার জেহিন, রহিম উদ্দিনের ছেলে আবুল হোসেন, সেবুল মিয়ার ছেলে সারওয়ার হোসেন, মোঃ আবু সাইদের ছেলে মোঃ নাঈম আহমদ, খাইরুল ইসলামের ছেলে কামরান মিয়াসহ অজ্ঞাতনামা আরো আনেক আসামী। সকল আসামীদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলায়।
ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট কতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বনিক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..