সীমান্তে ১১টি স্বর্ণের বারসহ নারী আটক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

সীমান্তে ১১টি স্বর্ণের বারসহ নারী আটক

ক্রাইম সিলেট ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাছলিমা খাতুন (২৫) নামের এক নারী চোরাকারবারিকে আটক করেছেন বিজিবির সদস্যরা।

রবিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে ছয়ঘরিয়া পাকা রাস্তার ওপর থেকে ওই বারসহ তাঁকে আটক করা হয়।
তাছলিমা খাতুন উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছয়ঘরিয়া গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে―এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সুলতানপুর বিওপি কমান্ডার দুলাল সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৮ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া পাকা রাস্তার পাশে মসজিদের সামনে অবস্থান নেন।

এ সময় বেলা ১১টার দিকে একটি ইজি বাইক কয়েকজন যাত্রী নিয়ে ছয়ঘরিয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। তখন বিজিবি সশস্ত্র টহলদল ইজি বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে ইজি বাইকে থাকা তাছলিমা খাতুনকে (২৫) জিজ্ঞাসাবাদে তার কাছে রাখা ১১টি স্বর্ণের বার বিজিবি টহলদলের সামনে ফেলে দেন। যার ওজন প্রায় এক কেজি ৩২০ গ্রাম (১১৩. ১৬ ভরি), আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।

এ ঘটনায় দর্শনা থানায় মামলাসহ আসামিকে হস্তান্তর করা হয়। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..