সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই পরীক্ষার্থী চারিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কেন্দ্রের ট্যাগ অফিসার যাদব আচার্য্য জানান, ‘আজ পরীক্ষার বিষয় ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হাতে লেখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিলেন।
এ সময় সিলেট মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী প্রোগ্রাম অফিসার সুভাস চন্দ্র দাস তাকে আটক করেন। পরে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে ১ বছরের জন্যে বহিষ্কার করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd