পুলিশ সদস্য জনি’র প্রচেষ্টায় বড় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো ওসমানী হাসপাতাল

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৪

পুলিশ সদস্য জনি’র প্রচেষ্টায় বড় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো ওসমানী হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা: এক পুলিশ সদস্যের প্রচেষ্টায় বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল।

 

গতকাল শনিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০তলা ভবনের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া।

 

তিনি বলেন, এ ঘটনা একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়, গতকাল শনিবার দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের ১০ তলা ভবনের জেনারেটরের রুমের পাশে ময়লার স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। এসময় লোকজন আগুন আগুন বলে চিৎকার চেচাঁমেচি শুরু করলে ছুটে আসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী। পরে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

 

প্রতেক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং তিনি বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভান। যদি তাৎক্ষণিক তিনি না আসতেন তাহলে অনেক বড় ধরণের দুর্ঘটনা ঘটে পারতো। কারণ পাশেই ছিলো জেনারেটর রুম।

 

এবিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী বলেন, পাশের একটি টং দোকানে বসে চা খাচ্ছিলাম। আগুন লেগেছে বলে লোকজন চিৎকার করে শুরু করলে তাৎক্ষণিক বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

 

এব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, অগ্নিকান্ডের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করেছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..