সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: বেতার দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ কর্তৃক আয়োজিত শ্রোতা সম্মেলনে সাংবাদিক আবুল হোসেনকে ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ডিয়াবাড়ী এলাকায় চেম্বার বিল্ডিংয়ে শ্রোতা সম্মেলনের আয়োজন করে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের সর্ববৃহৎ বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেনের হাতে ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে বেতারের সাবেক মহাপরিচালক সাবেক অতিরিক্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, এছাড়া বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলমসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
বিশ্ব বেতার দিবসে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ র্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরে এবং দুর্যোগ ও হ্যাম রেডিও বিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd