সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ বাজারের টেলিকম ব্যবসায়ী সাহেদ আহমদ (৩৮) এর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের আলম কমপ্লেক্স থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে থানা পুলিশ।
নিহত সাহেদ গোলাপগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের রণকেলী নয়া গ্রামের চেরাগ আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলর রুহিন আহমদ খান জানান, সাহেদ গোলাপগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী৷ তার মৃত্যুটি অত্যন্ত দু:খজনক।পারিবারিক চাপ বা অর্থনৈতিক কোন কারণে সে আত্নহত্যা করতে পারে। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আত্মহত্যার কারণ উদঘাটন করতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd