কানাইঘাটে ১৭ বছরের দখলীয় বাড়ি থেকে এক পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

কানাইঘাটে ১৭ বছরের দখলীয় বাড়ি থেকে এক পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ১ম খন্ড গ্রামে ১৭ বছর ধরে বসত বাড়ি নির্মাণ করে বসবাসের পর ভিটবাড়ি থেকে জোরপূর্বক ভাবে উচ্ছেদ করার পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
বাউরভাগ ১ম খন্ড গ্রামের নিরীহ আব্দুন নুর জানান, অনুমান ১৭ বছর পূর্বে একই ইউনিয়নের মৃত ছিকন্দর আলীর স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ের কাছ থেকে তার পুত্র আশিক উদ্দিন ১৬৭ শতক জমি খরিদ করে জমির সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন। তারমধ্যে আশিক উদ্দিন এর নামে সিকন্দর আলীর ৪ ছেলে ও ৪ মেয়ে ৮২ শতক জমি দলিল করে দেন। কিন্তু ৮৫ শতক জমি মৃত ছিকন্দর আলীর স্ত্রী মরিয়ম বিবির নামে রেকর্ডভুক্ত এবং তিনি অসুস্থ হয়ে পড়ায় সে সময় ৮৫ শতক জমির রেজিষ্ট্রি দলিল করে দেননি। তখন মৃত ছিকন্দর আলীর ছেলে আলা উদ্দিন মাস্টার গংরা তাকে আশ^স্থ করেন মরিয়ম বিবি সুস্থ হওয়ার পর ৮৫ শতক জমি পরবর্তীতে দলিল করে দিবেন। আলা উদ্দিন গংরা ১৬৭ শতক জমি বুঝিয়ে দেওয়ার পর সেখানে আব্দুন নুর ও তার ছেলে আশিক উদ্দিন পৃথক পৃথক ভাবে বসত বাড়ি নির্মাণ করে বসবাস সহ পুকুর খনন, গাছপালা রোপন এবং অবশিষ্ট জমিতে ধান চাষ করে ১৭ বছর থেকে ভোগ দখল করে আসছেন। কখনও আলা উদ্দিন মাস্টার বা তাদের মা মরিয়ম বেগম ভোগ দখলে বাঁধা প্রদান করেননি। কিন্তু আব্দুন নুর জানান, অনুমান ২ বছর পূর্বে প্রতারণার আশ্রয় নিয়ে গোপনে মরিয়ম বিবি যেখানে তিনি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন সেখানের ৮৫ শতক ভূমি সিঙ্গারীপাড় গ্রামের আব্দুর রহিম, সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল ইসলাম ও আখতার হোসেনের কাছে পৃথক দু’টি দলিল মূলে বিক্রি করে দেন। মরিয়ম বেগম ও তার ছেলে-মেয়েরা ১৬৭ শতক ভূমির সম্পূর্ণ টাকা বুঝে নেওয়ার পরও প্রতারণার আশ্রয় নিয়ে ৮৫ শতক জমি গোপনে বিক্রির পর দলিল দাতারা তাকে তার বসত বাড়ি এবং বাড়ির পাশে অবস্থিত ফসলি জমি থেকে জোরপূর্বক ভাবে উচ্ছেদ করার অপচেস্টায় লিপ্ত হয়। তারা আব্দুন নুর এর খরিদা দখলীয় জমিতে মাটি ভরাট ও গাছপালা কেটে ভূমি দখলের অপচেষ্টায় লিপ্ত থাকায় তিনি আদালতে তাদের বিরুদ্ধে মামলাও করেন।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, আব্দুন নুর দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণ ভাবে তার খরিদা জমির উপর বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন এবং ফসলি জমিতে চাষাবাদ করে ভোগ দখলে রয়েছেন। দুই বছর পূর্বে তার ভোগ দখলীয় জমির মধ্যে ৮৫ শতক জমি বর্তমানে দলিল মূলে মালিকানা দাবী করে আসছেন আব্দুর রহিম, আখতার হোসেন ও নুরুল ইসলাম। নিরীহ আব্দুন নুর যাতে করে তার খরিদা ভূমি থেকে কেউ বেদখল করতে না পারে এজন্য স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে আলা উদ্দিন মাস্টারের সাথে কথা হলে তিনি বলেন, ৮২ শতক জমি আব্দুর নুরের ছেলে আশিক উদ্দিনের নিকট তিনি সহ তারা ৮ ভাই-বোন বিক্রি করেছেন। আব্দুন নুর ১৬৭ শতক জমির ভোগ দখলে আছেন কিভাবে এ বিষয়ে তার কাছ থেকে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
নুরুল ইসলাম, আক্তার হোসেন ও আব্দুর রহিম এর সাথে কথা হলে তারা জানান, আলা উদ্দিন মাস্টারের মা মরিয়ম বিবির নিকট হতে তার তিন জন ৮৫ শতক জামি ক্রয় করেছেন। তাদের কাছে রেজিষ্ট্রি দলিল রয়েছে। তারা তাদের দলিলের জায়গা আব্দুন নুর এর কাছ থেকে দখলের চেষ্টা করে যাচ্ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

সর্বশেষ খবর

………………………..