সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪
নিজস্ব ডেস্ক: নিজের ফলানো সবজি নিয়ে গাড়ি করে সিলেট শহরে আসছিলেন জৈন্তাপুর উপজেলার চারিকাটা গ্রামের এক চাষি। পথে কয়েকটি মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে তিন-চার বস্তা সবজি নিয়ে চলে যায় আরোহীরা।
গত রবিবার (২৮ জানুয়ারি) রাত ১২টায় সিলেট নগরীর টিলাঘর এলাকায় আসার পর এমন ঘটনা ঘটে। পরে গত সোমবার (২৯ জানুয়ারি) সবজি ছিনতাইয়ের অভিযোগে সিলেট জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ দেন উক্ত এলাকার সবজিচাষিরা।
শীত আসার পর প্রায় প্রতিদিনই সিলেট-তামাবিল মহাসড়কে এ ধরনের সবজি ছিনতাইয়ের শিকার হচ্ছেন চাষিরা। চাষিদের ফলানো শাকসবজি নিয়ে সিলেট সবজি বাজার ও আড়ত পর্যন্ত যাওয়ার আগেই সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। সিলেট-তামাবিল মহাসড়কের, লালাখাল, সিলেট নগরীর টিলাঘর, শিবগঞ্জ, নাইওরপুল এলাকাসহ বেশকিছু পয়েন্টে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান সবজিচাষিরা। এসব ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট, চারিকাটা গ্রামের সবজিচাষিরা।
চারিকাটা এলাকার সবজিচাষি কবির আহমদ সাংবাদিকদের জানান- আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মৌসুমি শাকসবজি চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। গত দুই-তিন বছর ধরে আমাদের ফলানো শাকসবজি নিয়ে লালাখাল রোড থেকে সিলেট সবজি বাজার পর্যন্ত গাড়িতে সবজি নিয়ে যাওয়ার পথে রাস্তায় দুর্বৃত্তরা মোটরসাইকেল ও নোহা, প্রাইভেট কার দিয়ে দলবদ্ধভাবে আক্রমণ করে। সিলেটের পীরেরবাজার থেকে সুবহানীঘাট আড়ত পর্যন্ত বিভিন্ন স্থানে পিস্তল, ছুরি, রামদা, ভোজালি দিয়ে ভয়ভীতি দেখিয়ে আমাদের সবজির গাড়ির গতিরোধ করে শাকসবজি, টাকা, মোবাইলসহ ও সব মালামাল ডাকাতি করে নিয়ে যায়। আমরা নিরুপায় হয়ে সিলেট সবজি বাজারের সভাপতির কাছে বিষয়টি জানাই। উক্ত বিষয়টি তিনি নাইওরপুল এলাকায় ডিউটিরত পুলিশকে অবগত করলেও তারা বিভিন্ন অসুবিধা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
নিজপাট গ্রামের সবজিচাষি হেলাল আহমদ সাংবাদিকদের জানান- সিলেট নগরীতে প্রবেশের সময় বিভিন্ন পয়েন্টে বেশি ছিনতাই হয়। আমাদের গাড়ির সামনে ৮ থেকে ১০টি মোটরবাইক বা দুই তিনটি কার বা নোহা নিয়ে চলে আসে। তখন আমাদের গাড়ির গতিরোধ করা ছাড়া উপায় থাকে না। গাড়ি থামালেই তারা কখনো দুই বা তিন চার বস্তা সবজি নিয়ে যায়। সবাই মুখ ঢেকে ছিনতাই করে। তাই তাদের আমরা চিনতে পারি না।
আরেক সবজিচাষি আব্দুল হান্নান সাংবাদিকদের জানান- গত বছর সবজি বাজারের সভাপতির মাধ্যমে নয়জন ছিনতাইকারীকে পুলিশ আটক করলেও তারা আর ছিনতাই বা চুরি-ডাকাতি করবে না মর্মে কোতোয়ালি থানায় ২০ হাজার টাকা জরিমানা দিয়ে চলে যায়। এতে কিন্তু তারা জরিমানা দেওয়ায় আরও ক্ষিপ্ত হয়ে বর্তমানে আমাদের সবজির গাড়ি এখন কৌশলে ড্রাইভারের পেটে পিস্তল ঠেকিয়ে গাড়ি ফাঁড়ির পথে নিয়ে যায়। সেখানে নিয়ে ড্রাইভারসহ সবজির মালিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাদের প্রাণনাশের হুমকি-ধমকি দেয়। এবং মারপিট করে সব কিছু নিয়ে খালি গাড়ি রেখে যায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সাংবাদিকদের জানান- সবজি ছিনতাইয়ের অভিযোগ আমরা পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd