সিলেটে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

সিলেটে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকার আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহদি আফনান (৩২)।

তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অপর নিহতের আশফাকুজ্জামান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..