হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সোমবার (২৯ই জানুয়ারি ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৭ জন পুরুষ ও ০১জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এ নির্বাচনে ৪ জন পুরুষ ভোটে  ও ১ জন মহিলা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে আব্দুল খালিক (ফুটবল) ৩৭০ ভোট পেয়ে প্রথম, আলহাজ্ব আলাউদ্দিন (ছাতা) ৩৬২ ভোট পেয়ে দ্বিতীয়, এ বি এম এনায়েত হোসাইন জুয়েল (হারিকেন)  ৩৩৯ ভোট পেয়ে তৃতীয়, মোঃ জাকারিয়া  ২৫৩ (মাছ) ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য  হালিমা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৭২৯ জন ও ভোট কাষ্ট হয়েছে ৫৬৪ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ, ৫নং ফতেপুর ইউনিয়ন (হরিপুর) পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক মো: আব্দুল্লাহ,সাইফুল ইসলাম বাবু, ইউ/পি সদস্য আব্দুর রকিব, আব্দুল মুতলিব, রুবেল আহমেদ, মতিউর রহমান, হরিপুর শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: জালাল উদ্দীন,  অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরীসহ এ এসআই দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..