সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক আল-আমিন, সেলিম আহমদ, আবু বকর প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd