সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক :: রাজধানীর মিরপুর থানার নাশকতার অভিযোগে করা এক মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক জাহানারা ফেরদৌসের আদালতে চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন এ মামলার অন্য আসামিরা আদালতে না আসায় চার্জ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।
মঙ্গলবার সকালে একাধিক মামলায় সাক্ষী ও হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মাওলানা মামুনুল হককে। পরে চার্জ গঠন না হওয়ায় দুপুরে তাকে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
এ সময় আদালতের হাজতখানা থেকে প্রিজনভ্যানে ওঠানোর পথে তার আইনজীবী আব্দুল সালামকে মামুনুল হক বলেন, ‘কারাজীবন অনেক কষ্টের। সম্ভব হলে একই তারিখে একাধিক মামলার হাজিরার ব্যবস্থা করুন’।
উল্লেখ্য, ঢাকায় মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd