সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের কৃতি সন্তান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কামিল ৯৫ ব্যাচ মেধাবী মুখ বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মো. হরমুজ আলী সাহেবের বাড়ীতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হরমুজ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উলামা উপদেষ্টা ও চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর উপদেষ্টা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব মোঃ আলতাফুর রহমান।
বিশিষ্ট কবি ও সাংবাদিক লাহিন নাহিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা হাফিজ মোঃ শফিকুল ইসলাম ও আকিলপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ আলা উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত পেশ করে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র মোঃ মিনহাজ উদ্দিন। উপস্থিত বক্তাগণ আর রহমান এডুকেশনের এ জাতীয় কার্যক্রমের ভুয়সি প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd