নির্বাচন পরবর্তী সহিংসতা : দিরাইয়ে বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

নির্বাচন পরবর্তী সহিংসতা : দিরাইয়ে বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাট

দিরাই প্রতিনিধি: নির্বাচন পরবর্তী দিরাই উপজেলায় সহিংসতা বেড়েই চলেছে। প্রাণে বাঁচতে ঘরছাড়া রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেই সুযোগে তাদের বাড়িতে চলছে হামলা ভাংচুর আর অবাধে লুটপাট।
জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ৭ জানুয়ারি। একতরফা এই নির্বাচনে আবারও বিশাল সংখ্যগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামীলীগ। দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনে জয়ী হয়েছেন ড. জয়া সেন গুপ্তা। নির্বাচনের পরপরই দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তিনি জয়া সেনগুপ্তার আত্মীয়। সেই সুযোগে প্রদীয় রায়ের বাহিনী প্রভাব বিস্তার করতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা মামলা করে এলাকায় নিজের রাজত্ব কায়েম করছেন।
নির্বাচনের ৩দিন পর আনোয়ার পুর গ্রামের আমির হোসেনের বাড়িতে হামলা চালানো হয়। গতকাল ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে প্রদীয় রায়ের ১০/১৫ জন অনুসারী আমির হোসেনের বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায়। এই পরিবারের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান অনেক আগেই দখল করেছিল প্রদীপ রায় গং।
এ বিষয়ে আমির হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাহারা অভিযোগ করেন, প্রদীপ রায়ের বাহিনী তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। ওদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। বড়ই অসহায় আর নিরাপত্তাহীনতায় রয়েছেন তাহারা। তাহারা আরও অভিযোগ করেন, পুলিশ তাদেরকে কোন ধরনের সহযোগিতা করছে না। দিরাই থানা পুলিশ বর্তমান ক্ষমতাসীন দলের লোকদের পক্ষে কাজ করছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আনোয়ারপুর গ্রামে একটি বাড়িতে ভাংচুরের খবর পেয়ে দিরাই থানার একটি টিম সেখানে যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..