সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক ::সিলেটের ৬টি আসনে ১০১৩টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতেই কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।
রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।সকাল ৮টা ৩ মিনিটে নগরীর দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ধোপাদিঘীর পার এলাকার এমদাদ চৌধুরী নামে এক ভোটারের ভোটদানের মধ্যদিয়ে ভোট শুরু হয়।
নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়ব বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগের রাতে সিলেট নগরী সহ জেলার অন্তত ৭ টি ভোটকেন্দ্রের সমনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ভোটের নিরাপত্তা প্রস্তুতি খুবই কড়া রয়েছে।
সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, জেলার ছয়টি আসনে ১২ হাজার ২৮৬ জন আনসার-ভিডিপি ফোর্স দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে একজন করে পিসি ও এপিসি ২০২৬ জন, প্রতি কেন্দ্রে ৬ জন করে ৬ হাজার ৭৮ পুরুষ আনসার, কেন্দ্রপ্রতি চারজন করে ৪ হাজার ৫২ জন নারী ভিডিপি, প্রতি ১০ কেন্দ্রে দশ সদস্য করে ব্যাটালিয়ন আনসারের স্ট্রাইকিং ফোর্সে সদস্য রয়েছেন ১৩০ সদস্য।
সিলেট জেলার ৬টি আসনে ভোটের লড়াইয়ে ৩৫ জন প্রার্থী অংশ নিলেপ ইতিমধ্যে ২ জন নির্বাচন বর্জনের ঘোষনা দেয়ায় মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৩৩ জন।
জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনের এক হাজার ১৩ কেন্দ্রের ৬৪৯টিকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এসব কেন্দ্র বিবেচনায় নিয়ে নিরাপত্তা ছক করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের সার্বিক নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সব ইউনিটের ১৭ সহস্রাধিক জনবল।
উল্লেখ্য, নির্বাচনে সিলেট জেলার মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে ৬ জনকে সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫, মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd