দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট আজ

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট আজ

নিজস্ব প্রতিবেদক :: উদ্বেগ-শঙ্কা কাটিয়ে অবশেষ আজ রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি বর্জন করেছে বড় রাজনৈতিক দল বিএনপি। এর সঙ্গে রয়েছে সমমনা ছোট দলগুলো।

বিএনপিবিহীন এ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৫ প্রার্থী। বিএনপি না থাকায় সিলেটের বেশিরভাগ আসনে নৌকার প্রার্থী জয়ী হবে। কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে হবে লড়াই। তবে এসব প্রার্থীও বেশিরভাগ আওয়ামী লীগ নেতা, ভোটে দাঁড়িয়েছেন স্বতন্ত্রের ব্যানারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে। এ লক্ষ্যে শনিবার বিকেলের মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে বিভাগের প্রত্যেক জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় স্থাপিত সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জামাদি পৌছানোর কার্যক্রম শুরু হয়। বিকেলের মধ্যে সব কেন্দ্রে এসব সরঞ্জাম গিয়ে পৌঁছায় এবং প্রিজাইটিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট টিম নির্ধারিত কেন্দ্রে রাতযাপন করছেন।

এদিকে, দূরত্ব বিবেচনায় কিছু কেন্দ্রে শনিবার দুপুরে নির্বাচনি সরঞ্জামাদির পাশাপাশি ব্যালট প্যাপারও পাঠানো হয়েছে। বাকিগুলোতে শনিবার দিবাগত ভোররাত ৩টায় ব্যালট পাঠানো শুরু হবে এবং সকাল ৬টার মধ্যে গিয়ে পৌঁছবে।

সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..