সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সিলেট জেলা পুলিশের আওতাধীন গোলাপগঞ্জ থানাধীন রস্তুমপুরের জালাল উদ্দিন মাষ্টারের বাসা থেকে দিনদুপুরে Tvs Apache 4V মডেলের লাল রংয়ের একটি মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।
এব্যাপারে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য একখানা লিখিত অভিযোগ দাখিল করেন মোটরসাইকেলের মালিক বর্তমানে রস্তুমপুরের জালাল উদ্দিন মাষ্টারের বাসার ভাড়াটিয়া ও জালালাবাদ ক্যান্টনমেন্ট সেনানিবাসে কর্পোরাল এর (নন-কমিশন) অফিসার অপু সারোয়ার।
অভিযোগ সুত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর অনুমান আড়াই ঘটিকার দিকে ভাড়াটিয়া বাসার সম্মুখে মোটরসাইকেলের মালিক অপু সারোয়ার তার ব্যবহৃত লাল রংয়ের Tvs Apache 4V মডেল, যাহার রেজিষ্ট্রেশন নং- SYLHET METRO-LA-120466, চেচিস নং- PS637AE74N6B69757, ইঞ্জিন নং- CE7NM2301771, সিসি-১৬০ বিশিষ্ট মোটরসাইকেলটি রেখে তার বসতঘরে যান। এরপর সন্ধ্যা অনুমান ছয় ঘটিকার দিকে তার বসতঘরের সম্মুখে মোটরসাইকেলটি যথাস্থানে রাখা আছে দেখেন। পরবর্তীতে সন্ধ্যা অনুমান সাড়ে ৬ ঘটিকার দিকে বসতঘরের ভিতর থেকে বাহিরে আসলে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি যথাস্থানে নাই। তার ধারণা এইদিন অথাৎ গতকাল শুক্রবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকা হইতে ৬ টা ১৫ মিনিটের মধ্যবর্তী সময়ের ভিতরে অজ্ঞাতনামা চোর কিংবা চোরেরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করিয়া নিয়া গেছে। তিনি সম্ভাব্য সমূহ স্থানে অনেক খোঁজাখুজি করে মোটরসাইকেলটির কোন সন্ধ্যান না পেয়ে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিতের জন্য গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন এর ব্যবহৃত সরকারি সেলফোনে যোগাযোগ করলে তিনি জরুরি মিটিংয়ে আছেন পরে কল দিবেন মর্মে জানিয়ে সংযোগ বিছিন্ন করেন।
কোন হৃদয়বান ব্যক্তি যদি উক্ত মোটরসাইকেলটির সন্ধান পান কিংবা এই মোটরসাইকেলটি কোথাও দেখতে পান তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৬১০-৬৪২৯৪২ (অপু সারোয়ার) এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd