বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী স্কুল এন্ড কলেজে ‘আলহাজ¦ মোক্তার আলী ফাউন্ডেশন’র উদ্যোগে ও সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক অসহায়-গরীব রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। এতে অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. প্রমা তালুকদার বিন্তি ও ডা. আলী আশরাফ।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্য নেছার আহমদ এবং উদ্বোধক ছিলেন বিশ্বনাথ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ নাসের।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মেম্বার শফিক আহমদ পিয়ার, ইব্রাহিম আলী সিজিল, ভূরকী হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক কবি আলতাফ হোসেন, বিশ্বনাথ প্রেসকাবের সদস্য মো. আবুল কাশেম, প্রবাসী মিশু রহমান, সংগঠক তানভীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।