সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩
কবি এলিজা বেগম স্বপ্নার কবিতার বই ‘উচ্ছ্বস’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত সপ্তদশ বইমেলায় বুনন প্রকাশনীর স্টলে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশও করেছে বুনন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মিলু কাশেম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি এলিজা বেগম স্বপ্নাসহ আরও উপস্থিত ছিলেন ‘বুনন’ স্বত্ত্বাধিকারী, অধ্যাপক কবি খালেদ উদ-দীন, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওযার হোসেন জিলন, কবি ও সাংবাদিক এনামুল কবীর, কবি ইলোরা শারমিন রাজ্জাক, কবি শামসুল কিবরিয়া, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, গল্পকার জীম হামজাহ, কবি সুলেমান রাসেল, কবি সুফি আকবর, সাংবাদিক এমরান ফয়সল, সাইদুর রহমান সৌরভসহ আরও অনেকে।
এসময় উপস্থিত সুধিজন উচ্ছাস’র ব্যাপক প্রচার ও প্রসার কামনা এবং কবি এলিজা বেগম স্বপ্নার লেখালেখির সাফল্যের প্রত্যাশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের বাংলা একাডেমি বইমেলাকে সামনে রেখে ‘উচ্ছ্বাস’ প্রকাশিত হলেও গত ১ ডিসেম্বর শুরু হওয়া কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বইমেলার বুনন স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd