সুনামগঞ্জে ৫ আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

সুনামগঞ্জে ৫ আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন দাখিল
সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জে জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ৪১ জন মনোনয়ন দাখিল করেছেন।
 আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে মনোনীত ৩০ জন এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এর মধ্যে সুনামগঞ্জে-১ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১০জন, সুনামগঞ্জ- ২ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৮ জন এবং সুনামগঞ্জ -৫ আসনে সর্বোচ্চ সংখ্যক ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ -১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃনমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী,  স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমদ ও এম নবী হোসেন।
সুনামগঞ্জ -২ আসনে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ, গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, মিজানুর রহমান, ঋতেষ রঞ্জন দেব, ড. মো. শামসুল হক চৌধুরী।
সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো.নজরুল ইসলাম, জাতীয় পার্টি তৌফিক এলাহী ও তালুকতার তালুকদার মো. মকবুল হেসেন  এবং স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ মনোনয়ন ফরম দাখিল করেছেন।
সুনামগঞ্জ -৪ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী।  তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের মো.রুহুল ইসলাম, পিপস্ পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল ফজল মো. মাসউদ এবং স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমন ও মোবারক হোসেন।
 সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল আহমদ হিমেল ,বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী , সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পার্টি আজিল হক , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল এবং স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ও আয়ূব করম আলী মনোননয় ফরম দাখিল করেছেন। আয়ূব করম আলী গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, ৫টি আসনে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাছাইবাচাই করে পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..