সুনামগ‌ঞ্জে বি‌এন‌পির ১০ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

সুনামগ‌ঞ্জে বি‌এন‌পির ১০ নেতাকর্মী আটক

ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শুরুতেই সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতিসহ ১০ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নি‌লে পু‌লিশ ধাওয়া ক‌রে তাদের আটক করেছে।

এসময় বি‌এন‌পি নেতাকর্মী‌দের সা‌থে পু‌লি‌শের ধস্তাধ‌স্তির ঘটনা ঘ‌টে। মঙ্গলবার অবরোধের সমর্থনে সকাল থেকেই সুনামগঞ্জে বিএনপি দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

এ সময় পুলিশ অফিসের সামন থেকে যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত সহ ১০ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থেকে সুনামগঞ্জের বিএনপির কোনো একজন নেতাকর্মী মাঠে দেখা যায় নি।

একই সঙ্গে অবরোধের প্রথম দিন সুনামগঞ্জ পৌর শহর থেকে শুরু করে জেলার সকল উপজেলার পরিস্থিতি শান্ত রয়েছে। এদিন সকাল থেকে সড়কে ছোট বড় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে অধিকাংশ বাস কাউন্টার বন্ধ ও আতঙ্কে অনেকে বাস ছাড়তে পারছে না।

আটকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএন‌পির সহসভাপ‌তি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাকাব উদ্দিন, জেলা বিএনপির নেতা ইকবাল হোসেন, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ তৌহিদ আহমদ চৌধুরী,বিএনপি সমর্থক শামছুল হক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক ইজাজুল হক চৌধুরী,তাহিরপুর উপজেলা যুবদলের নেতা সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবুল হাসান রাসেল,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহব্বায় মোঃ নজরুল ইসলাম, কাঠইর ইউনিয়ন বিএনপি নেতা হেনু মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..