মো. আবুল কাশেম বিশ্বনাথ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
বিশ্বনাথ, ওসমানীগর উপজেলাসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
এক শুভেচ্ছা বার্তায় মোকাব্বির খান বলেন, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদীয় আসনসহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, সব ধর্ম-বর্ণের মানুষের মিলন মেলায় ভরে উঠুক প্রতিটি মণ্ডপ। আমি এই উৎসবের আয়োজকসহ সংশ্লিষ্ট সবার সুখ- সমৃদ্ধি সহ পূজোর সফল সমাপ্তি কামনা করি।
একাদশ জাতীয় সংসদ এর ২৫ তম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, অধিবেশনে অংশগ্রহণ করার কারণে শারদীয় দুর্গোৎসবে উপস্থিত থাকতে না পারায় আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। ’সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে এ আশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মোকাব্বির খান এমপি।
Sharing is caring!