সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন ৩নং ওয়ার্ড ভাটা গ্রামে টিলা কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় টিলা কাটায় ব্যবহৃত ১ টি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় ভাটা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র সিরাজ মিয়ার বসত ঘরের পাশের টিলা রকম ভূমিতে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা’র নেতৃত্বে টিলা কাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। এসময় টিলা কাটায় ব্যবহৃত ০১ টি এস্কেভেটর জব্দ করা হলেও রহস্যজনক কারণে টিলা কাটার সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে- সিরাজ মিয়ার বসত ঘরের পাশের টিলা রকম ভূমির অনেকটা অংশ রাতে কেটে ফেলা হয়েছে। পাশেই একটি এস্কেভেটর রাখা। কে বা কারা রাতে এস্কেভেটর লাগিয়ে টিলার মাটি কেটে ফেলেছে।
এ বিষয়ে ঘটনাস্থলে স্থানীয় এলাকার অনেকের সাথে আলাপকালেও ভয়ে কেউ মুখ খুলেন নি।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা জানান- বেআইনিভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd