সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দুই বছর খানেক ঘর সংসার করে অন্তরঙ্গ মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসপ ও ম্যাসেঞ্জারে ভাইরাল করার অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন এক নারী সংবাদকর্মী। এ ঘটনায় বাদী হয়ে ক্ষতিগ্রস্থ নারী সংবাদকর্মী দুইজনকে বিবাদী করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার বিবাদীরা হলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও সিলেট সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (পুরুষ) এর প্রশিক্ষক আবুল কাশেম রুমন এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কর্মী নুরুদ্দিন রাসেল।
এজহার ও বাদীনি সাথে আলাপ কালে যানা গেছে, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট নামক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেন। পরে প্রতারণার আশ্রয় নিয়ে ওই নারী সাংবাদিককে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দিন রাসেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রী’র ন্যায় দীর্ঘ দুই বছর ঘর সংসার করেন। সেই সময় অন্তরঙ্গ মুহুর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
এ নিয়ে নারী সংবাদকমীর্ বার বার বিচার পঞ্চায়েত করতে গেলে তথাকথিত সম্পাদক আবুল কাশেম রুমনের সম্পাদিত পত্রিকায় নারী সাংবাদিকের বিরুদ্ধে নানান মানহানিকর শব্দ ব্যবহার করে কোন ধরনের পূর্ব শর্তকতামুলক নোটিশ প্রদান ছাড়াই বহিস্কারাদেশ প্রদান করে বিজ্ঞাপন আকারে প্রকাশ করেন।
পওে ওই নারী সংবাদকর্মী বাদি হয়ে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে আবুল কাশেম রুমন ও নুরুদ্দিন রাসেলসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার সাইবার মামলা নং ১৯৮/২০২৩ ইং, ধারা: সাইবার সিকিউরিটি আইন ২০২৩ এর ২৫, ২৯, ৩১ ও ৩৫। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd