সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: মানুষের জীবনমান আরো উন্নত করার লক্ষ্য সরকার সবধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। যাহাতে ঘরে ঘরে সরকারের নানা সহয়তা পৌঁছে দেয়ার পাশাপাশি উন্নত জাতের গৃহপালিত পশুপাখি প্রদান করে পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও পোষ্টির চাহিদা পূরন করা সম্ভব হয়।
সরকারের সহায়তা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদেরই এগিয়ে আাসতে হবে। গোয়াইনঘাট প্রাণী সম্পদ উন্নয়ন কার্যালয়ের আয়োজনে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে মুরগী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ঐসব কথা বলেন।
বুধবার (৪অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে ডাঃ জামাল খানের সভাপতিত্বে ও সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। গোয়াইনঘাট উপজেলার দুপ্রক সম্পদক মোঃ আব্দুল মালি, সাংবাদিক মিনহাজ উদ্দিন এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য এ সময় সুফলভোগী চারশত বিশটি পরিবারের প্রত্যেককে পনেরটি করে উন্নত জাতের মুরগী প্রদান করা হয়।
ক্যাপশন:: গোয়াইনঘাটে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণী উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে মুরগী বিতরণ করছেন ইউএনও তাহমিলুর রহমান।।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd