সিলেট ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলায় সাবেক জামায়াত নেতা মোঃ আলম আহমদের বাড়িতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল রাত ৮টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দক্ষিণ সুরমা থানা পুলিশের উদ্যোগে বলদী গ্রামের আলকাছ আলীর পুত্র সাবেক জামায়াত নেতা ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলম আহমদকে গ্রেফতার করতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, মোঃ আলম আহমদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমা থানার ১টি, কোতোয়ালী থানার ২টি ও শাহপারান থানার ১টি মামলায় তিনি আদালাতের দেয়া সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে কোতোয়ালী থানার ৪টি, দক্ষিণ সুরমা থানার ১টি ও জালালাবাদ থানার ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। মোঃ আলম আহমদ দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান চালায়। তবে উক্ত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, জামায়াত নেতা মোঃ আলম আহমদের বাবা আলকাছ আলী জানান, তার পুত্র মোঃ আলম আহমদ দীর্ঘ দিন ধরে প্রবাসে রয়েছেন। দেশে থাকতে সে জামায়াতে ইসলামীর রাজনীতি করতো। হত্যা গুম হওয়ার ভয়ে সে আজ দেশান্তর হয়েছে। তবুও এ সরকারের দমনপীড়ন থেকে রেহাই পচ্ছিনা আমরা। অভিযানের নামে পুলিশ নির্যাতন চালাচ্ছে আমাদের উপর। বাড়িতে ঢুকে তচনচ করছে। অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করছে। পুলিশের হয়রানী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের বেপরোয়া দাপটে বড়ই অসহায় আমরা। মোঃ আলম আহমদ দেশে ফিরলে তার প্রাণনাশের ভয়ে সবসময় আশংকায় থাকতে হচ্ছে আমাদের।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মাঠে নামতে পারে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে আছে। যারাই নাশকতার চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করবে, দেশকে আশান্ত করার চেষ্টা করবে বা মানুষকে আঘাত দেবে, তাদের স্থান হবে কারাগার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd