সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে চলছে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এতে হুমকীতে পড়েছে ওই এলাকার পরিবেশ। মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাম মাত্র আইওয়াস অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পরিবেশ ধ্বংসকারী বালু খেকোরা রয়েছেন অধরা। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর একটি তালিকা করে পরে তাদের সেখানে ডাকানো হয়। তবে কো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলে এরাই এলাকায় ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে। হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। এদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা অথবা দুদকের করলে বেরিয়ে আসবে থলের বিড়াল। উদ্ধার হবে চাঁদাবাজির কোটি কোটি টাকা। ফেঁসে যাবেন একাধিক সরকারি কর্মকর্তারাও। বিধায় তাদের বিরুদ্ধে কোন প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরা নিজেদের আওয়ামীলীগের লোক পরিচয় দিয়ে এসকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে মানুষের বাড়ি-ঘর ও শপ্নের সেতু। এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিবাদ করলেই পড়তে হয় মিথ্যা মামলায়।
এদিকে ইসিএভূক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সোমবার অভিযানি চালায় টাস্কফোর্স। এসময় সময় ৫টি বালুবাহী নৌকা জব্দ করা হয় এছাড়া এসব নৌকাগুলোকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, সোমবার জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশের দলের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৫টি বালুবাহী নৌকা আটক করে মামলা দেওয়া হয়।
এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলোর একটি। কিন্তু এই পর্যটন কেন্দ্র এখন পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারিতে। অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের ফলে পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়ছে পরিবেশও।
এ পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এরআগে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত।
ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরণের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠি বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd