সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আলী হোসেন, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে আকড়ে রাখতে হবে। আলবদর রাজাকারদের হাতে কোন অবস্থায় লাল সবুজের পতাকাকে ম্লান হতে দেওয়া যাবে না। ৭১’র পরাজিত শক্তি পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবসময় কাজ করে যেতে হবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিটের আওতাধীন ৬টি ইউনিয়নের সন্তান কমান্ডের কর্মী সম্মেলন ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: কামাল হোসেন’র সভাপতিত্বে ও মধ্য জাফলং ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি তোফায়েল আহমদ’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার। বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গোয়াইনঘাট উপজেলা ইউনিটের আওতাধীন ৬ টি ইউনিয়ন সন্তান কমান্ডের কর্মী সম্মেলন ও মুক্তি যোদ্ধা সমাবেশ-২০২৩ উপলক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো: কামাল হোসেন, মো: শাহীন আহমদ, দিলকাস আহমদ, মো: ময়ুর মিয়া, মো: চান মিয়া, মো: দুলাল মিয়া, টিপন আহমদ, মো: মখলিছুর রহমান, মো: সুজন মিয়া, মো: মিনহাজ উদ্দিন, মো: শাহাব উদ্দিন ও দেলোয়ার হোসেন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd