সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী গোলাপ মিয়া বলেছেন,আপনারাই (জনগণ) হচ্ছেন নেতা তৈরীর মূল কারখানা।
আপনারা আগামী দিনে কাকে নেতৃত্বে দিবেন সেটা আপনারাই ভালো বিচার করতে পারেন। আমি শুধু এইটুকু বলছি স্হানীয় জনগণের ভাগ্য উন্নয়নে ও আপনাদের সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজন স্থানীয় নেতৃত্বের।তাই স্থানীয় নেতৃত্ব তৈরি করতে প্রয়োজন আপনাদের সহযোগিতা।আমি শুধু আপনাদের কাছে সহযোগিতা চাইতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মূল্যায়ন করে নৌকা মার্কার মনোনয়ন দেন ইনশাআল্লাহ আমি বাংলাদেশ আওয়ামী লীগ হতে নৌকায় নির্বাচন করবো।তিনি বলেন,রাজনীতির মাঠে যখন নেমেছি এর শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ।
বাঁচতে হলে সিংহের ন্যায় বাঁচবো। আপনারা শুধু সহযোগিতা করবেন। নৌকার মনোনয়ন পাইলেও আপনাদের পাশে থাকবো, না পাইলেও আপনাদের পাশে থাকবো। সিলেট-৪ আসনের জনগণের কল্যাণে কাজ করতে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সভা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সিলেট-৪ আসনের তৃণমৃল পর্যায়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে নির্বাচনী মাঠে গণসংযোগ, সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার পক্ষে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।
রোববার ১৭ সেপ্টেম্বর ফতেপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে, যুবলীগ নেতা সাদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়া।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবলীগ নেতা দেলয়ার হোসেন,গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান,ডৌবাড়ী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমরান আহমদ,আওয়ামিলীগ নেতা আজির উদ্দিন,আওয়ামিলীগ নেতা আব্দুস সালাম,৬ নং ফতেহপুর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আলী আজম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd