সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম (৪৬) নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
শুক্রবার(১৫সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে থানার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের দিক নির্দেশনায় এসআই রুমেন আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ পৌর এলাকার দূর্য্যাকাপন গ্রামের মাদক সম্রাট তুহিনের বাড়ির রাস্তা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ ৩৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রুমন বাদী হয়ে আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং ১২। সে আন্ত: বিভাগীয় ইয়াবা কারবারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আটককৃত কল্পনা বেগমকে অভিযুক্ত করে থানার এসআই রুমেন আহমদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ১২ (তাং ১৫.০৯.২৩ইং)। যথাসময়ে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd