সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এই দুর্ঘটান ঘটে।
নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতে ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
তিনি জানান, আজ বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd