সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল খুঁজে দেবার নাম করে এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ শহিদ মিয়া (৩৫)-কে পুলিশ গ্রেফতার করেছে। ভন্ড কবিরাজ শহিদ জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) একটি মোবাইল চুরির ঘটনায় ওই কিশোরী মা ও ছোটবোনের সাথে কবিরাজের কাছে যায়। এসময় ভন্ড কবিরাজ মোবাইল খুঁজে বের করে দিবে এই মর্মে আশ্বস্ত করে কিশোরীর মা ও ছোট বোনকে পাঁচটি জবা ফুল ও গোলাপ জল নিয়ে আসার জন্য বলে। কবিরাজের কথা মতে মেয়েকে রেখে জবা ফুল ও গোলাপ জল আনতে জান মা।
কিশোরীর মা ও ছোটবোনের অনুপস্থিতিতে কবিরাজ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর মা এলে মেয়েটি বাড়িতে গিয়ে মাকে সবকিছু খুলে বলে। সব শুনে কিশোরীর বাবা-মা থানায় গিয়ে অভিযোগ দিলে ভন্ড কবিরাজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে কিশোরীর মা জানান, আমার মেয়ে সেখানে ভয়ে মুখ খুলেনি। বাড়িতে এসে আমাকে ঘটনা জানিয়েছে। আমার মেয়ের যে সর্বনাশ করেছে আমি এর উপযুক্ত বিচার চাই।
মেয়ের বাবা বলেন, ভন্ড কবিরাজ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামীকে বুধবার আদালতে কাল প্রেরণ করা হবে। ইতিমধ্যে কিশোরীকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd