সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জয়নুল ইসলাম (৪০) জগন্নাথপুর উপজেলার শিরামিসি গ্রামের মৃত আরির মিয়া ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা গোয়ালগাঁও এলাকা থেকে আসামীর বোনের বাড়ি থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোাগিতায় তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের চতুর্থ শ্রেণীর পড়ুয়া এক মাদ্ররাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়।
এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক ছিল। মঙ্গলবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নির্দেশনায় চৌকশ পুলিশ অফিসার এসআই মিজান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আসামি জয়নুলকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার চৌকশ পুলিশ অফিসার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী জয়নুল ইসলামকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করি । আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আসামীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত গত ১০ সেপ্টেম্বর রোববার অভিযুক্ত ‘ধর্ষণকারীকে’ দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবীতে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবী জানিয়ে অপরাধীর ফাঁসি দেয়ার জোর দাবী করা হয়। উল্লেখ্য, গত ৩০ মে ৪র্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১০) নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে ৩ জুন ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক ছিল। গত কাল রাতে ১৩ সেপ্টেম্বর তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd