পরিকল্পনামন্ত্রীর অবদান: ‘সুনামগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন’

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

পরিকল্পনামন্ত্রীর অবদান: ‘সুনামগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন’

ইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জ-৩ আসন (শান্তিগঞ্জ-জগন্নাথপুর), সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও ছাতকসহ অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সুনামগঞ্জে ১৭শ ৪২ কোটি ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জন্য ৯৩৯ কোটিসহ মোট ২৬শ ৮১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

প্রকল্পগুলোর বাস্তবায়ন হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের দ্বার উন্মোচন হবে৷ দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলাবাসী।

প্রকল্প অনুমোদন হওয়ার উচ্ছাস প্রকাশ করে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন, ‘মন্ত্রীমহোদয় যে উন্নয়নের বেলায় কোন তারতম্য করেন না আজকের প্রকল্পগুলোই তার বাস্তব প্রমাণ। তিনি চান উন্নয়নের আলোয় আলোকিত হোক পুরো জেলা৷ এমন নেতা পেয়ে আমরা গর্বিত।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই বিশাল প্রকল্প অনুমোদন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শুভেচ্ছা বার্তায় চেয়ে গেছে৷ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা৷

অনুমোদিত প্রকল্পগুলো হল- পাগলা-জগন্নাথপুর-রানিগঞ্জ-আউশকান্দি সড়ক প্রশস্তকরণ (পাকা রাস্তা) ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নতকরণ, জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গে আর সি সি সেতু নির্মাণ, সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলা সদর অংশে ২ কিলোমিটার ৪ লেন সড়ক নির্মাণ, শান্তিগঞ্জ বাজার-পাগলা বাজার-নোয়াখালী বাজার-ডাবর পয়েন্ট ও জগন্নাথপুর বাজার ইত্যাদি বাজারে গোলচত্বর, ইন্টারসেকশন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজ, বিভিন্ন স্থানে কনক্রিট স্লোপ প্রোটেকশনের মাধ্যমে সড়ক বাধের স্থায়ী রক্ষাপ্রদ কাজ৷

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয় সুনামগঞ্জের উন্নয়নে আন্তরিক। এর ধারাবাহিকতায় আজও সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশাল প্রকল্প অনুমোদন হয়েছে। এসকল মেগাপ্রকল্পে বদলে যাবে সুনামগঞ্জের চিত্র। এই সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনাও হাওরাঞ্চলের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ।’

জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, ‘সুনামগঞ্জের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা অনুমোদন হচ্ছে৷ আর এটা সম্ভব হয়েছে আমাদের নেতা হাওররত্ন এম এ মান্নান মহোদয়ের জন্যই। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েগেলে দুর্ভোগ থেকে মুক্তি পাবে মানুষ৷ দোয়া করি মহান আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন৷’

উল্লেখ্য, একনেক সভায় আজ মোট ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৯টি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় বিশাল এই প্রকল্প অনুমোদন হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..