সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (সাবেক বিএনএ দপ্তর সম্পাদক) শাহেনা আক্তারের ছোট ভাই মইনুল ইসলাম রাব্বি (৩০) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
(বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক যুক্ত বার্তায় শোকপ্রকাশ করেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাব্বি।
উল্লেখ্য, মইনুল ইসলাম রাব্বি (৩০) হবিগঞ্জ জেলার রাজার বাজার এলাকার আব্দুল মালেক ছেলে। রাব্বি ২ বোন ৪ ভাই এর মধ্যে সবার ছোট। তিনি নবীগঞ্জ ভুমি অফিসে পেশকার হিসেবে কর্মরত ছিলেন। অফিস শেষে বাড়ি যাওয়ায় পথে সানবাঙ্গা নামক স্থানে সিএনজির ও লরির সাথে মুখোমুখি সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd